ইউরোপে বাংকারিং সেবা পাচ্ছে না রাশিয়ার জাহাজ

স্পেন, মাল্টার মতো ইউরোপের গুরুত্বপূর্ণ হাবগুলোয় রাশিয়ার পতাকাবাহী কোনো জাহাজকে বাংকারিং সেবা দিচ্ছে না মেরিন ফুয়েল বিক্রেতারা। বিষয়টিতে ওয়াকিবহাল অন্তত পাঁচজন ব্যক্তি সম্প্রতি রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।

ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ রিফুয়েলিং পয়েন্টগুলোয় বাংকারিং সেবা না পাওয়ায় রাশিয়ার ট্যাংকারগুলোকে বেশ বিপাকে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যেসব ট্যাংকার বাল্টিক অঞ্চলের বন্দরগুলো থেকে এশিয়ার পথে চলাচল করে, সেগুলোর জন্য বড় ধরনের লজিস্টিক্যাল সমস্যা তৈরি হবে। কারণ ইউরোপের বন্দরগুলোয় বাংকারিং সেবা না পেলে জ্বালানির জন্য জাহাজগুলোকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।

এদিকে দাহ্য পদার্থ পরিবহনকারী জাহাজগুলোর জ্বালানির অভাবে সাগরে আটকা পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

রাশিয়ার জাহাজগুলোর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো দেশটির ব্যাংকিং চ্যানেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে বাংকার ফুয়েলের মূল্য পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সাধারণত এই জ্বালানির মূল্য নির্ধারণ ও পরিশোধ করা হয় মার্কিন ডলারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here