সংবাদ সংকেত – এপ্রিল

রয়েল অস্ট্রেলিয়ান নেভির জন্য নির্মিত দ্বিতীয় ইভলভড কেপ-ক্লাস প্যাট্রল বোট আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসিয়েছে অস্টাল অস্ট্রেলিয়া। তারা অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য এ ধরনের মোট ছয়টি প্যাট্রল বোট নির্মাণ করছে।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এমএসসি গ্রুপের নতুন একটি ক্রুজ টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রমোদতরী সেবাদাতা এমএসসি ক্রুজেসের এই টার্মিনালটি হবে যুক্তরাষ্ট্রের বৃহত্তম।

নতুন তিনটি ফিডার কনটেইনার জাহাজ নির্মাণের জন্য কোরিয়ার হুন্দাই মিপো ডকইয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে ইউরোসিজ। ১ হাজার ৮০০ টিইইউ ধারণক্ষমতার জাহাজগুলো ২০২৪ সালের প্রথমার্ধে হস্তান্তরের কথা রয়েছে।

২০২১ সালে গ্লোবাল পোর্টসের রাজস্ব ৩০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫০ কোটি ২৮ লাখ ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ১৪ কোটি ৩৯ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে প্রায় ৩ গুণ বেশি।

জার্মান ক্যারিয়ার ডয়েচে আফ্রিকা-লিনিয়েনের (ডিএএল) কনটেইনার লাইনার ব্যবসা কিনে নেবে হ্যাপাগ-লয়েড। সম্প্রতি কোম্পানি দুটি এ বিষয়ে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে।

২০৩০ সাল নাগাদ নিজেদের জাহাজগুলোকে নিঃসরণমুক্ত করতে চায় হার্টিগ্রুটেন নরওয়েজিয়ান কোস্টাল এক্সপ্রেস। এই লক্ষ্য বাস্তবায়নে তারা নরওয়ের গবেষণা কোম্পানি সিনটেফের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে।

সিঙ্গাপুরের এমওএল ট্যাংকশিপ ম্যানেজমেন্টের চারটি ভেসেলের সিএপি সার্টিফিকেশন সম্পন্ন করেছে ইন্ডিয়ান রেজিস্টার অব শিপিং। এর মধ্যে দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ও দুটি এলপিজি ক্যারিয়ার।

পারস্য উপসাগরে সম্প্রতি আল সালমি সিক্স নামের একটি রো রো কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়ার আগে জাহাজটির ৩০ জন ক্রুর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

থাইল্যান্ডের ব্যাংককের কাছে একটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারের ডেপুটি ক্যাপ্টেনের প্রাণহানি ঘটেছে। অপর এক ক্রুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অনুসরণ করে রাশিয়ার মালিকানাধীন, নিয়ন্ত্রণাধীন অথবা ব্যবস্থাপনাধীন সম্পদ ও কোম্পানিকে সব ধরনের সেবা প্রদান স্থগিত করেছে লয়েড’স রেজিস্টার।

চলতি বছরের প্রথম দুই মাসে সিঙ্গাপুর বন্দরে পণ্য হ্যান্ডলিং হয়েছে ৯ কোটি ৭২ লাখ টন, যা বছরওয়ারি ১ দশমিক ৩ শতাংশ কম। এ সময়ে বন্দরটির কনটেইনার হ্যান্ডলিং কমেছে ১ শতাংশ।

ক্রুজ পোর্ট রটারডামের শোর পাওয়ার সিস্টেমে বিনিয়োগ করবে রটারডাম পোর্ট অথরিটি। সুদমুক্ত ঋণ হিসেবে ৮৭ লাখ ৫০ হাজার ইউরো দেবে তারা। সিস্টেমটি ২০২৪ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here