অফশোর প্রকল্পের জন্য এশিয়ার প্রথম ডেডিকেটেড এসওভি হস্তান্তর
অফশোর উইন্ড প্রকল্পে সহায়তার জন্য বিশেষভাবে নির্মিত এশিয়ার প্রথম সার্ভিস অপারেশন্স ভেহিকল (এসওভি) টিএসএস পাইওনিয়ার সম্প্রতি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাইওয়ানে নিবন্ধিত এসওভিটি নির্মাণ করেছে ভিয়েতনামের ভার্ড ভুং তাউ শিপইয়ার্ড। ২৮০ ফুট দীর্ঘ এসওভিটি যেকোনো প্রতিকূল পরিবেশে কাজ করতে সক্ষম।
প্রায় ৬ হাজার গ্রস টনের টিএসএস পাইওনিয়ারকে ১৫ বছরের জন্য ভাড়া করেছে ওরস্টেড। প্রতিষ্ঠানটি তাইওয়ান প্রণালিতে গ্রেটার চাংহুয়া ১ ও ২ অফশোর উইন্ড ফার্ম নির্মাণে কাজ করছে।
বসফরাস ও দার্দানেলস প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধ করল তুরস্ক
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বসফরাস ও দার্দানেলস প্রণালি দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। সম্প্রতি দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৩৬ সালে স্বাক্ষরিত মনট্রো চুক্তি অনুযায়ী পাওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ঘোষণায় তারা বলেছে, এই দুই প্রণালির উপকূলীয় ও বাইরের দেশগুলোকে সতর্ক করা হচ্ছে, তারা যেন তুরস্কের সমুদ্রসীমা দিয়ে যুদ্ধজাহাজ পরিচালনা থেকে বিরত থাকে।
ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে নির্মাণ হচ্ছে প্রথম উইন্ড পোর্ট
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় কাউন্টি হামবোল্টের কাছে প্রথম অফশোর উইন্ড ফার্ম নির্মাণ করা হচ্ছে। এছাড়া এমন আরও প্রকল্প গ্রহণ করা হবে ভবিষ্যতে। এসব প্রকল্পকে সহায়তার জন্য হামবোল্ট বেতে একটি উইন্ড পোর্ট নির্মাণের পরিকল্পনা করছে রাজ্য কর্তৃপক্ষ।
হামবোল্ট বন্দরের একটি অংশ সংস্কারের মাধ্যমে এই পোর্ট নির্মাণ করা হচ্ছে। ক্যালিফোর্নিয়া এনার্জি কমিশন এর জন্য ১ কোটি ৫ লাখ ডলারের তহবিল বরাদ্দ করেছে। এটি হবে রাজ্যটির পশ্চিম উপকূলের প্রথম উইন্ড পোর্ট।
শতবছর পর সন্ধান মিলল শ্যাকলটনের জাহাজ এন্ডুরেন্সের
ডুবে যাওয়ার ১০০ বছরের বেশি সময় পর অ্যান্টার্কটিকায় সন্ধান মিলেছে ইতিহাস বিখ্যাত জাহাজ এনন্ডরেন্সের। সম্প্রতি ওয়েডেল সাগরের বরফশীতল পানির প্রায় ১০ হাজার ফুট গভীরে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন একদল গবেষক-অভিযাত্রী।
১৯১৫ সালে বিখ্যাত সমুদ্র অভিযাত্রী স্যার আর্নেস্ট শ্যাকলটন এন্ডুরেন্সকে নিয়ে এক অভিযানে যাওয়ার পথে এটি ডুবে যায়। অনেক অভিযান চালানো হলেও কাঠের তৈরি জাহাজটির ধ্বংসাবশেষের হদিস পাওয়া যাচ্ছিল না। শ্যাকলটনের মৃত্যুর ঠিক ১০০ বছরের মাথায় সেই সন্ধান মিলল।
এক বছরের মাথায় আটকা পড়েছে এভারগ্রিনের আরেকটি জাহাজ
২০২১ সালের মার্চের পর চলতি বছরের মার্চে এভারগ্রিন মেরিনের জন্য আরেকটি জাহাজ আটকা পড়েছে। গত ১৩ মার্চ বাল্টিমোর পোর্টের সিগার্ট টার্মিনাল ছেড়ে আসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড উপকূলের কাছে চেসাপিক বের ডুবোচরে আটকে যায় এভার ফরোয়ার্ড। ৩৩৪ মিটার দীর্ঘ হংকংয়ের পতাকাবাহী জাহাজটি ভার্জিনিয়ার নরফোকের উদ্দেশে যাচ্ছিল।
তবে এভার ফরোয়ার্ড আটকে যাওয়ায় অন্য কোনো জাহাজের চলাচল বিঘ্নিত হচ্ছে না। মার্কিন কোস্ট গার্ডের তদারকিতে জাহাজটিকে ডুবোচর থেকে টেনে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
শেষ পর্যন্ত ডুবেই গেল ফেলিসিটি এইস
সপ্তাহ দুয়েক আগে অগ্নিদুর্ঘটনার শিকার হওয়া গাড়ি পরিবহনকারী জাহাজ ফেলিসিটি এইস অবশেষে ডুবে গেছে। স্যালভেজ ক্রুরা জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া অবস্থায় ১ মার্চ সেটি ডুবে যায়।
জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে যাচ্ছিল ২০০ মিটার দীর্ঘ ফেলিসিটি এইস। ফক্সওয়াগন গ্রুপের জন্য প্রায় ৪ হাজার গাড়ি নিয়ে যাচ্ছিল জাহাজটি, যেগুলোর মূল্যমান প্রায় ৪০ কোটি ডলার। জাহাজটির মালিক স্নেস্কেপ কার ক্যারিয়ারস। এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এমওএল শিপ ম্যানেজমেন্ট সিঙ্গাপুর।
পানিতে ভাসল জাপানের প্রথম এলএনজি-চালিত ফেরি সানফ্লাওয়ার কুরেনাই
পানিতে ভাসল জাপানের প্রথম এলএনজি-চালিত ফেরি সানফ্লাওয়ার কুরেনাই। জাহাজটি নির্মাণ করেছে মিৎসুবিশি শিপবিল্ডিং কোম্পানি। দেশটিতে বিকল্প পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারকারী ফেরি এটিই প্রথম।
এখন পর্যন্ত মোট দুটি এলএনজি-চালিত ফেরি নির্মাণের কার্যাদেশ পেয়েছে মিৎসুবিশি। ১৭ হাজার ৩০০ গ্রস টনের সানফ্লাওয়ার কুরেনাই এর মধ্যে প্রথমটি। এর দৈর্ঘ্য ৬৫৬ ফুট ও প্রস্থ ৯২ ফুট। ৭১৬ জন যাত্রীর পাশাপাশি আনুমানিক ১৩৭টি ট্রাক ও ১০০টি প্যাসেঞ্জার কার পরিবহন করতে পারবে ফেরিটি।
উত্তর আমেরিকার বৃহত্তম ক্রুজ টার্মিনাল নির্মাণ হচ্ছে পোর্ট মিয়ামিতে
যুক্তরাষ্ট্রের পোর্ট মিয়ামিতে চতুর্থ ক্রুজ টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে। যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে অনন্য স্থাপত্যশৈলীর এই টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে এমএসসি ক্রুজেস ও পোর্ট মিয়ামি। ২০২৩ সালের শেষের দিকে টার্মিনালটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি হবে উত্তর আমেরিকার সবচেয়ে বড় ক্রুজ টার্মিনাল।
টার্মিনালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ডলারের বেশি। ২০১৯ সালের এপ্রিলে টার্মিনালটির নির্মাণকাজে অনুমোদন দেয় মিয়ামি-ডেড কমিশন।
সাংহাই শহরজুড়ে লকডাউনে কনটেইনার পরিবহনে নতুন শঙ্কা
কোভিড-১৯ প্রতিরোধে চীনের সাংহাই শহরের পশ্চিমাংশে আগে থেকেই চলছিল পাঁচদিনের লকডাউন। এবার শহরের পূর্বাংশেও ২৮ মার্চ থেকে পাঁচদিনের জন্য লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এর ফলে বিশে^র ব্যস্ততম কনটেইনার পোর্টের শহরটি কার্যত পুরোটাই আটকা পড়ছে বিধিনিষেধের বেড়াজালে। আর এতে বিশ^জুড়ে কনটেইনার পরিবহন স্বাভাবিক রাখার বিষয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। লকডাউন চলাকালে জরুরি সেবা ব্যতীত সব ব্যবসাপ্রতিষ্ঠানই বন্ধ থাকবে। জনসাধারণকেও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হয়েছে।
কেবল ছিঁড়ে ইউক্রেন থেকে কৃষ্ণ সাগরে ভেসে গেছে কয়েকশ মাইন
ইউক্রেনীয় বন্দরের কাছে কেবল সংযোগ ছিঁড়ে কয়েকশ মাইন কৃষ্ণ সাগরে ভেসে গেছে বলে দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও শিপিং খাতসংশ্লিষ্টরা। খাদ্যশস্য, জ¦ালানি তেল ও তেলজাত পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুট হলো এই কৃষ্ণসাগর।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, মাইনগুলো যে কেবলের মাধ্যমে নোঙরের সঙ্গে যুক্ত ছিল, ঝোড়ো আবহাওয়ার কারণে সেই কেবল ছিঁড়ে যায়। এরপর বাতাস ও স্রোতের টানে মাইনগুলো কৃষ্ণসাগরের পশ্চিমাংশে ভেসে গেছে।
নতুন তিনটি দানবাকার কনটেইনার জাহাজের কার্যাদেশ দিয়েছে এভারগ্রিন
তাইওয়ানভিত্তিক শিপিং কোম্পানি এভারগ্রিন নতুন তিনটি আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজের কার্যাদেশ দিয়েছে। এই জাহাজগুলো নির্মাণ করবে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) সহযোগী প্রতিষ্ঠান হুডং-ঝোংহুয়া শিপবিল্ডিং। এই তিনটি জাহাজ দিয়ে বর্তমানে এভারগ্রিনের কার্যাদেশ দেওয়া মোট কনটেইনার জাহাজের সংখ্যা দাঁড়াল ৬৪টি। আগামী ২০২৫ সালের মধ্যে এগুলো সরবরাহ করার কথা রয়েছে।
আলফালাইনারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এভারগ্রিনের মোট পরিবহন সক্ষমতা ১৫ লাখ টিইইউ। কার্যাদেশ দেওয়া জাহাজগুলোর সক্ষমতা হবে ৬ লাখ টিইইউ।
ক্লিন শিপিং ভিশন প্রকাশ করেছে আমস্টারডাম বন্দর কর্তৃপক্ষ
পোর্ট অব আমস্টারডাম কর্তৃপক্ষ সম্প্রতি ‘ক্লিন শিপিং ভিশন’ শীর্ষক একটি রূপকল্প প্রকাশ করেছে। এতে গ্রিনহাউস গ্যাস নিসরণ কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।
রূপকল্পে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ বন্দরে আসা প্রমোদতরীগুলোকে অবশ্যই নিঃসরণমুক্ত হতে হবে এবং ২০৫০ সাল নাগাদ সব ধরনের জাহাজকেই এই নিয়ম মেনে চলতে হবে। এর মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ নর্থ সি ক্যানাল এরিয়া-সংলগ্ন পরিবেশ ও আমস্টারডাম শহরের বায়ুর মান উন্নতকরণে অবদান রাখতে চাইছে।