সরকারের কূটনৈতিক তৎপরতায় আটকে পড়া নাবিকদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতার কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া জাহাজের নাবিকদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৩তম ব্যাচ ও মাদারীপুর শাখার ১২তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, আপনারা জানেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি জাহাজ আক্রান্ত হয়েছে। সেখানে আমাদের একজন নাবিক শহীদ হয়েছেন৷ সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে জীবিত নাবিকদের দেশে ফেরত আনতে পেরেছি। যিনি মারা গেছেন তাঁর মরদেহ দেশে এনে সম্মানজনকভাবে দাফনে সক্ষম হয়েছি। এটি দুরুহ ব্যাপার ছিল।

নৌপ্রতিমন্ত্রী রেটিংসদের উদ্দেশে বলেন, তোমাদের ওপর নির্ভর করবে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। ইউক্রেন যুদ্ধে আটকা পড়া আমাদের জাহাজে এ রকম কঠিন সময়ে নাবিকরা মনোবল হারাননি। সেই সাহসিকতা নিয়ে তোমাদেরও দেশের জন্য কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, এনএমআইকে আধুনিক পাঠ্যসূচি প্রণয়ন করে যুগোপযোগী থাকতে হবে সবসময়। রেটিংরা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন এনএমআই অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

এবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সৌজন্যে স্বর্ণপদক পেয়েছেন অল রাউন্ড রেটিং ইমতিয়াজুল হক। মেসার্স হক অ্যান্ড সন্সের সৌজন্যে বেস্ট গ্রাউন্ড রেটিং মেডেল পেয়েছেন প্যারেড কমান্ডার ইসতিয়াক ইরফান জিহাদ। প্রশিক্ষণ কোর্সে ১২৭ জন অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here