সিঙ্গাপুরে দূষিত জ্বালানি গ্রহণ করে বিপাকে বেশ কয়েকটি জাহাজ

সিঙ্গাপুরে বাংকারিংয়ের সময় দূষিত জ্বালানি গ্রহণ করায় অন্তত ১৪টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি পরীক্ষাকারী প্রতিষ্ঠান ভেরিতাস পেট্রোলিয়াম সার্ভিসেস (ভিপিএস) সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

কোম্পানিটি বলেছে, সিঙ্গাপুরের দুটি বেনামি সরবরাহকারীর কাছ থেকে এখন পর্যন্ত ৩৪টি জাহাজের দূষিত এইচএসএফও (হাই সালফার ফুয়েল অয়েল) নেওয়ার খবর পাওয়া গেছে। যত সময় যাচ্ছে, এই সংখ্যা ততই বাড়ছে। গত দুই মাস ধরে এই জ্বালানি সরবরাহ করা হয়েছে।

ভিপিএস জানিয়েছে, এই দূষিত জ্বালানি গ্রহণের ফলে জাহাজগুলোর অক্সিলারি ইঞ্জিনের ফুয়েল সিস্টেম বিকল হয়ে পড়ছে। ফলে জাহাজগুলো প্রয়োজনীয় শক্তি পাচ্ছে না, যা প্রপালশনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এই ধরনের ঘটনার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভিপিএস। তা না হলে আস্থাহীনতার কারণে সিঙ্গাপুরের বাংকার ফুয়েলের চাহিদা কমে যাবে বলে সতর্ক করেছে তারা।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের শীর্ষ মেরিন রিফুয়েলিং বা বাংকারিং হাব হলো সিঙ্গাপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here