
চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে শতভাগ ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার বাস্তবায়নে কর্মশালার আয়োজন করেছে বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ এপ্রিল) বন্দর প্রশিক্ষণ কেন্দ্রে পণ্য খালাসের সাথে জড়িত শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডারদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
কর্মশালায় ইলেকট্রনিক ডেলিভারি অর্ডারের শতভাগ বাস্তবায়নে করণীয়, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ভূমিকা তুলে ধরা হয়। এ সময় ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার বাস্তবায়িত হলে কী কী সুবিধা পাওয়া যাবে এবং পণ্য খালাসে সময় সাশ্রয়ের বিষয়টি তুলে ধরা হয়। কর্মশালায় বলা হয়, ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার বাস্তবায়নের ফলে অধিক স্বচ্ছতার সাথে দ্রুত পণ্য খালাস সম্ভব হবে।

কর্মশালায় বন্দরের পরিবহন বিভাগ, নিরাপত্তা বিভাগ ও আইটি বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।