যুক্তরাজ্যে কৃষিপণ্য রপ্তানি আবার শুরু

স্ক্যানার জটিলতার অবসান ঘটায় প্রায় এক মাস বন্ধ থাকার পর যুক্তরাজ্যে সবজিসহ কৃষিপণ্য রপ্তানি পুনরায় শুরু হয়েছে। যুক্তরাজ্যে কৃষিপণ্য পাঠাতে সেদেশের পরিবহন দপ্তর (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) অনুমোদিত এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানারের (ইডিএস) মাধ্যমে স্ক্যান করে পাঠাতে হয়। সেই স্ক্যানার গত ৯ মার্চ বিকল হয়ে গেলে যুক্তরাজ্যে কৃষিপণ্য পাঠানো বন্ধ হয়ে যায়।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরে কার্গো ভিলেজে ইউরোপীয় দেশগুলোতে পণ্য পাঠানোর জন্য চারটি ইডিএস ও দুটি এক্স-রে স্ক্যানার রয়েছে। এর মধ্যে দুটি ইডিএস যুক্তরাজ্যের পরিবহন দপ্তরের অনুমোদিত। ওই দুটি ইডিএসের একটি এক বছর ধরেই বিকল। একমাত্র সচল ইডিএসটি গত ৯ মার্চ বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যে কৃষিপণ্য রপ্তানি।

গত বছর ওই এলাকায় দুটি নতুন ইডিএস বসানো হলেও সেগুলো যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট দপ্তর অনুমোদিত ছিল না বলে তা যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে কাজে লাগছিল না।

সম্প্রতি যুক্তরাজ্য নতুন স্ক্যানার দুটি অনুমোদন দিয়েছে। গত ৫ এপ্রিল এ সংক্রান্ত মেইল আসার পর রপ্তানি আবার শুরু হয়েছে বলে শাহজালাল বিমানবন্দরের সদ্য নিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান।

নষ্ট ইডিএসটা মেরামতের কাজ চলছে বলেও জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের ব্যবসায়ীরা বলছেন, তাদের দোকানগুলোতে বছরে ১০ কোটি পাউন্ডের কৃষিপণ্যের চাহিদা রয়েছে। কিন্তু মোটে সোয়া ৩ কোটি পাউন্ডের পণ্য সরবরাহ পাঠাতে পারছেন দেশীয় ব্যবসায়ীরা। আর তুরস্ক, আফ্রিকা বা পূর্ব ইউরোপীয়সহ অন্যান্য দেশগুলোর মানুষের কাছে সবজির বাজার বাড়াতে পারলে তা ৫০০ মিলিয়ন পাউন্ডে দাঁড়াতে পারে।

স্ক্যানার জটিলতার অবসান ঘটায় প্রায় এক মাস বন্ধ থাকার পর যুক্তরাজ্যে সবজিসহ কৃষিপণ্য রপ্তানি পুনরায় শুরু হয়েছে। যুক্তরাজ্যে কৃষিপণ্য পাঠাতে সেদেশের পরিবহন দপ্তর (ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট) অনুমোদিত এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানারের (ইডিএস) মাধ্যমে স্ক্যান করে পাঠাতে হয়। সেই স্ক্যানার গত ৯ মার্চ বিকল হয়ে গেলে যুক্তরাজ্যে কৃষিপণ্য পাঠানো বন্ধ হয়ে যায়।

ঢাকার শাহজালাল বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানবন্দরে কার্গো ভিলেজে ইউরোপীয় দেশগুলোতে পণ্য পাঠানোর জন্য চারটি ইডিএস ও দুটি এক্স-রে স্ক্যানার রয়েছে। এর মধ্যে দুটি ইডিএস যুক্তরাজ্যের পরিবহন দপ্তরের অনুমোদিত। ওই দুটি ইডিএসের একটি এক বছর ধরেই বিকল। একমাত্র সচল ইডিএসটি গত ৯ মার্চ বিকল হয়ে গেলে বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যে কৃষিপণ্য রপ্তানি।

গত বছর ওই এলাকায় দুটি নতুন ইডিএস বসানো হলেও সেগুলো যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট দপ্তর অনুমোদিত ছিল না বলে তা যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে কাজে লাগছিল না।

সম্প্রতি যুক্তরাজ্য নতুন স্ক্যানার দুটি অনুমোদন দিয়েছে। গত ৫ এপ্রিল এ সংক্রান্ত মেইল আসার পর রপ্তানি আবার শুরু হয়েছে বলে শাহজালাল বিমানবন্দরের সদ্য নিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান।

নষ্ট ইডিএসটা মেরামতের কাজ চলছে বলেও জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।

যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের ব্যবসায়ীরা বলছেন, তাদের দোকানগুলোতে বছরে ১০ কোটি পাউন্ডের কৃষিপণ্যের চাহিদা রয়েছে। কিন্তু মোটে সোয়া ৩ কোটি পাউন্ডের পণ্য সরবরাহ পাঠাতে পারছেন দেশীয় ব্যবসায়ীরা। আর তুরস্ক, আফ্রিকা বা পূর্ব ইউরোপীয়সহ অন্যান্য দেশগুলোর মানুষের কাছে সবজির বাজার বাড়াতে পারলে তা ৫০০ মিলিয়ন পাউন্ডে দাঁড়াতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here