শ্রম অধ্যুষিত তৈরি পোশাক শিল্প একটি স্পর্শকাতর শিল্প। এ কারণে দায়িত্বপূর্ণ সংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে পোশাক খাত নিয়ে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল। মঙ্গলবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান।
মহিউদ্দিন রুবেল উল্লেখ করেন, ‘শ্রম বিষয়ে যেকোনও তথ্য বিভ্রান্ত সৃষ্টি করতে পারে, এমন তথ্য এ শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, যা মোটেও কাম্য নয়। সুতরাং, পোশাক শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের স্বার্থে প্রতিবেদন প্রকাশের পূর্বে আমরা আমাদের কাছে প্রাপ্ত সব তথ্য দিয়ে আপনাদের সহায়তা করতে সদা প্রস্তুত রয়েছি, যাতে করে শিল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং শিল্পে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।’
তিনি বলেন, ‘পোশাক শিল্প জাতীয় সম্পদ। এ শিল্পের উন্নয়নে বিজিএমইএ সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাক শিল্প আজ ৩৫.৮১ বিলিয়ন ডলারের (২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী) শিল্পে পরিণত হয়েছে। বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী খাত পোশাক শিল্প সরাসরি ৪০ লাখ শ্রমিক ভাইবোনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। পরোক্ষভাবে দেশের প্রায় ৫ কোটি মানুষের জীবন-জীবিকা এ শিল্পের ওপর নির্ভরশীল। জিডিপি’তে এ শিল্পের অবদান প্রায় ১১ শতাংশ। পোশাক শিল্পকে কেন্দ্র করে আজ সমগ্র অর্থনীতি আবর্তিত হচ্ছে; ব্যাংক, বিমা, বন্দর, হোটেল, পর্যটন, ব্যাকওয়ার্ড লিংকেজ ও আনুষঙ্গিক শিল্পসহ বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে।
শিল্পের এই পর্যায়ে আসার পেছনে সাংবাদিক ভাইবোনদের বলিষ্ঠ ভূমিকা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। আপনারা একদিকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্পের ভাবমূর্তী উজ্জ্বল করেছেন, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে শিল্পকে এগিয়ে নিতে সহায়তা করেছেন। তাই, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, বিজিএমইএ ও মিডিয়া দুটি আলাদা পরিবার নয়; বরং একটি-ই পরিবার। আর এ পরিবারের অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা; সেইসঙ্গে দেশের যে খাতগুলো অর্থনীতিতে অবদান রাখছে, সেগুলোর ভাবমূর্তি সমুন্নত রাখা।
মহিউদ্দিন রুবেল আরও বলেন, ‘আমরা নৈতিকতা আর দায়িত্ব সহকারে শিল্পের সর্বোচ্চ মান বজায় রেখে শিল্প পরিচালনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সঙ্গতভাবেই আমরা আশা করি, এ শিল্পটিকে নিয়ে আপনারা যারাই প্রতিবেদন প্রকাশ করেন, তারাও দায়িত্বপূর্ণ সংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকেই প্রতিবেদন প্রকাশ করেন।