ইউক্রেনে আটকা পড়া নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আইএলওর

ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে সহস্রাধিক নাবিক আটকা পড়েন। তাদের মধ্যে বেশিরভাগ নাবিককে নিরাপদে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হলেও একটি অংশ এখনও সেখানে আটকা রয়েছেন। তাদের এবং হিসাবের বাইরে থেকে যাওয়া নাবিকদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট ঝুঁকি রয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে এ উদ্বেগের কথা জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও খাতসংশ্লিষ্ট সংগঠনগুলোর কর্মকর্তারা।

রাশিয়ার অভিযান শুরুর পরপরই উভয়পক্ষের গোলাবর্ষণের মধ্যে ইউক্রেনে আটকে যায় বেশ কয়েকটি বিদেশী কার্গো জাহাজ। জাতিসংঘের পক্ষ থেকে অন্তত ২০টি দেশের প্রায় ১ হাজার নাবিককে সুরক্ষা দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। তবে আরও কিছু সংখ্যক নাবিক এই হিসাবের বাইরে থেকে যান। তারা এবং যেসব নাগরিককে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, তারা বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন বলে আইএলওসহ অন্যান্য সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।

ওয়াকিবহাল বিভিন্ন সূত্র জানিয়েছে, সি মাইনের কারণে জাহাজ চলাচলে ঝুঁকি থাকায় প্রায় ১০০টি জাহাজ ইউক্রেন ছেড়ে যেতে পারেনি। আইএলওর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, কিছু নাগরিক এখনও জাহাজে রয়ে গেছেন। যেকোনো সময় তারা গোলাবর্ষণের কারণে হতাহত হতে পারেন। কিছু নাবিক দেশে ফিরে গেছেন, কিছু আবার ইউক্রেনের সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রয়েছেন।

ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কারস ফেডারেশনের (আইটিএফ) সিফেয়ারারস সেকশন কোঅর্ডিনেটর ফ্যাব্রিজিও বার্সেলোনা বলেন, ভারত, সিরিয়া, মিশর, তুরস্ক, ফিলিপাইন, বাংলাদেশ, ইউক্রেন ও রাশিয়ার নাবিকদের বড় একটি অংশ পোল্যান্ড ও রোমানিয়া হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, ‘জাতিসংঘের হিসাবকৃত ১ হাজার জনের মধ্যে কিছু নাবিক এখনও ইউক্রেনে আটকে রয়েছেন। গোলাগুলির ঝুঁকি থাকায় তারা বাড়ি ফিরতে পারছেন না।’

ফ্যাব্রিজিও এ সময় ফিলিপাইনের সরকারি সূত্রের বরাত দিয়ে জানান, অভিযানের শুরুতে দেশটির ৪৮০ জন নাবিক ইউক্রেনে আটকা পড়েছিলেন। তাদের মধ্যে ৮৩ জন এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here