কৃষ্ণসাগরে ডুবে গেল রুশ যুদ্ধজাহাজ মস্কভা

যুদ্ধজাহাজ মস্কভা

রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বুধবার ফ্ল্যাগশিপ ওই যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সেটি ডুবে যায়। খবর বিবিসির।

যুদ্ধজাহাজটিতে আগুন থেকে বিস্ফোরণের কথা জানিয়েছিল মস্কো। যদিও আগুন লাগার কারণ জানানো হয়নি। তবে ইউক্রেনের দাবি, জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল মস্কভায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় ঝড়ো হাওয়ায় পড়ে এটি ডুবে যায়। ৫১০ জন নাবিকের এ ক্ষেপণাস্ত্র ক্রুজারটিকে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মূলত ইউক্রেনে হামলায় রাশিয়ার নৌ আক্রমণের নেতৃত্বে ছিল মস্কভা।

ইউক্রেন বলছে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার ওই যুদ্ধজাহাজে আঘাত করেছে। তবে মস্কো কোনো হামলার খবর জানায়নি। রাশিয়ার দাবি, অগ্নিকাণ্ডের পর জাহাজটি সমুদ্রে ডুবে গেছে।

রাশিয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজের গোলাবারুদে বিস্ফোরণ ঘটে। পরে জাহাজের সকল ক্রুকে কৃষ্ণসাগরের নিকটবর্তী রাশিয়ার অন্য জাহাজে সরিয়ে নেয়া হয়। পরবর্তীকে বন্দরের দিকে টেনে নেওয়ার সময় এটি ভারসাম্য হারিয়ে ফেলে। সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি ডুবে যায়।

তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেন, দেশটিতে তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কভায় হামলা চালানো হয়েছিল। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করে নেয়ার পর এ অস্ত্র তৈরি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here