বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা দুদিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে শনিবার (১৬ এপ্রিল)। এ দুদিন ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার চালু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, বৃহস্পতিবার পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় হিলি কাস্টমসের সব বিভাগ বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় আজ সকাল থেকে বন্দর দিয়ে দু-দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হয়েছে।