তিউনিশিয়ার গেবস উপকূলের কাছে শুক্রবার (১৫ এপ্রিল) একটি বাংকার শিপ ডুবে গেছে। এ সময় জাহাজটিতে ১ হাজার টন জ্বালানি ছিল বলে জানা গেছে। ডুবে যাওয়া জাহাজ থেকে তেল ছড়িয়ে পরিবেশগত বিপর্যয় প্রতিহত করতে তিউনিশিয়ার কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইকুয়াটোরিয়াল গিনি থেকে মার্চেন্ট ফুয়েল শিপটি মাল্টার উদ্দেশে যাচ্ছিল। গেবস থেকে সাত মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটি দুর্ঘটনায় পতিত হয় এবং সাহায্য বার্তা পাঠায়। তাদের বার্তা পেয়ে তিউনিশিয়ার নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজটির সাতজন ক্রুর সবাইকে উদ্ধার করে।
দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ বাজে আবহাওয়া। প্রায় দুই মিটার উচ্চতায় ঢেউ এসে জাহাজটির ওপর আছড়ে পড়ে বলে মন্ত্রণালয় জানায়। তারা আরও জানিয়েছে, পরিবেশগত বিপর্যয় ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিঃসৃত তেল সংগ্রহের আগে তা যেন বেশি ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য জাহাজটির চারদিকে ব্যারিয়ার দেওয়া হয়েছে।
তিউনিশিয়ার গেবস উপকূল আগে থেকেই পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। সেখানকার শিল্প-কারখানাগুলো থেকে বর্জ্য সরাসরি সাগেরর পানিতে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে পরিবেশ আন্দোলনকারীদের।