২০২১-২০২২ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত কাস্টম হাউস চট্টগ্রাম রাজস্ব আদায় করেছে ৪২ হাজার ৭৩০ দশমিক ৮২ কোটি টাকা। অর্থবছরের শেষের মাসগুলোতে ক্রমাগত বাড়ছে রাজস্ব আদায়ের পরিমাণ। অর্থবছর শেষে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬০ হাজার কোটি টাকা। গত অর্থবছরে যা আদায়ের পরিমাণ ছিল ৫১ হাজার ৫৭৬ দশমিক ৯৬ কোটি টাকা। কাস্টম হাউস এ তথ্য জানিয়েছে।
আমদানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ধীরে ধীরে সাপ্লাই চেইন স্বাভাবিক হওয়ায় গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ ক্রমাগত বাড়ছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার শুল্কায়ন করে কাস্টম হাউস চট্টগ্রাম । এ ছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমদানি হওয়া স্বর্ণ এবং অন্যান্য পণ্যের শুল্কায়নও হয় এ কাস্টম হাউসের মাধ্যমে।
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আাদায়ের লক্ষমাত্রা ছিলো ৪৮ হাজার ১৯০ কোটি টাকা। এই লক্ষমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪২ হাজার ৭৩০ দশমিক ৮২ কোটি টাকা।
গত ২০২০-২১ অর্থবছরে ৯ মাসে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা ছিলো ৪৬ হাজার ৯৫২ দশমিক ৯ কোটি টাকা। আদায় হয়েছিলো ৩৫ হাজার ৩১ দশমিক ৬৫ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৭ হাজার ৬৯৯ দশমিক ১৭ কোটি টাকা বেশি আদায় হয়েছে। চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬৪ হাজার ৭৫ কোটি টাকা।