করোনার কারণে দুই বছর বিরতির পর বাংলাদেশ ডেনিম এক্সপো আগামী ১০ ও ১১ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোর এবারের সংস্করণের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বিওন্ড বিজনেস’। এ সংস্করণের মূল প্রতিপাদ্য তুলে ধরতে মেলাটিতে চারটি সেমিনার ও দুইটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
এক্সপোর এবারের ১২তম সংস্করণ করোনা পরবর্তী নতুন বিশ্বে ডেনিম ব্যবসার চ্যালেঞ্জ ও সুযোগের ওপর আলোচনা করবে।
৭৯টি দেশি-বিদেশি ডেনিম ফেব্রিক্স, গার্মেন্ট, সুতা, মেশিন ও এক্সেসরিজ কোম্পানি প্রদর্শক হিসাবে এবারের ডেনিম এক্সপোতে অংশগ্রহণ করছে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে ২য় বৃহত্তম হলেও, এটি বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বৃহত্তম ডেনিম রপ্তানিকারক দেশ।