আগামী অর্থবছরে বিলাস দ্রব্য আমদানি নিয়ন্ত্রণ করা হবে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আগামী ২০২২-২৩ অর্থবছরে সরকারি-বেসরকারি উভয় খাতেই বিলাসদ্রব্য আমদানি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ দুর্বলতা বিদ্যমান থাকায় বিলাসদ্রব্য আমদানি নিয়ন্ত্রণ করা হবে। যখন অতিরিক্ত দুর্বলতা থাকবে না বা আন্তর্জাতিক বাজারে কোনো বিপজ্জনক কারণ থাকবে না অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, তখন এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে।’

আমদানি নিয়ন্ত্রণে সরকার সব সময় পদক্ষেপ নেয় উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, ‘আমদানি তো নিয়ন্ত্রণ করতেই হবে। এটা উন্মুক্ত নয়। যেসব আমদানি পণ্য আমাদের শিল্পে কাজে লাগে এবং যেগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য, সেগুলো সরকার নিয়ন্ত্রণ করে না।’

কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে, আরও নিয়ন্ত্রণের চিন্তা আছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অনেক রকম আমদানি পণ্য আছে। একটা হচ্ছে প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এর অনুমতি দেওয়া হয়। আমদানি যদি ভোগ্যপণ্য না হয় বা রাজস্ব বেশি না আসে, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা থাকে। এদিকে দেশের রপ্তানি অনেক বেড়েছে। যদিও তা আমদানিকে ছাড়িয়ে যেতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here