শিল্প-কারখানায় গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার

কারখানায় গ্যাস রেশনিংয়ের যে পদক্ষেপ সরকার নিয়েছিল, শিল্প মালিকদের দাবিতে এক সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
পেট্রোবাংলা বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত (৪ ঘণ্টা) সব শিল্প শ্রেণির গ্রাহকের গ্যাস ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হল, যা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে।

রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন ৬ ঘণ্টা সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার পর গত ১১ এপ্রিল শিল্প কারখানায়ও ৪ ঘণ্টার গ্যাস সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোবাংলা।

এই সিদ্ধান্তে শিল্পোদ্যোক্তারা অসন্তোষ জানিয়ে আসছিল। ফলে ১৫ এপ্রিল থেকে তা কার্যকরের পর সপ্তাহ না গড়াতেই সিদ্ধান্তে পরিবর্তন এল।

সিদ্ধান্ত বদলের বিষয়ে পেট্রোবাংলা বলছে, “গ্যাস সঙ্কটে বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ নির্বিঘ্ন রাখতে শিল্পে রেশনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শিল্প মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে তা আবার চালু করে দেওয়া হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here