কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবে ২০২০ সালজুড়ে বিশ্বের অন্যান্য দেশের মতোই ভুগতে হয় বাংলাদেশকে। যার প্রতিফলন দেখা গিয়েছিল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রবাহে। ২০১৯ সালের তুলনায় এফডিআই প্রবাহ কমে গিয়েছিল প্রায় ১১ শতাংশ। ২০২১ সালেই নিম্নমুখী এ ধারা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। ২০২১ সালে এফডিআই প্রবাহ বেড়েছে প্রায় ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এ পরিসংখ্যান অনুযায়ী, দেশের এফডিআই প্রবাহ কোভিড-পূর্ব অবস্থায় ফিরে এসেছে।
ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে নিয়ে আসা অর্থসংক্রান্ত জরিপের ভিত্তিতেই এফডিআই প্রবাহের পরিসংখ্যান ও গতিপ্রকৃতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে নিজস্ব মূলধন (ইকুইটি ক্যাপিটাল), আয়ের পুনর্বিনিয়োগ (রিইনভেস্টেড আর্নিংস) ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ (ইন্ট্রাকোম্পানি লোন) এ তিন ভাগে এফডিআই প্রবাহ হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক।
এফডিআই প্রবাহ নিয়ে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২১ সালে বিদেশি বিনিয়োগকারীদের আনা এফডিআই প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগকারীদের ইকুইটি ক্যাপিটাল। যার পরিমাণ ছিল ১১৩ কোটি ৮৭ লাখ ডলার। ২০২০ সালে ইকুইটি ক্যাপিটাল প্রবাহ ছিল ৮৪ কোটি ২২ লাখ ডলার। এ হিসেবে ২০২১ সালে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই প্রবাহ বেড়েছে ৪০ শতাংশের বেশি।
২০২১ সালে বিদেশি বিনিয়োগকারীদের আয় থেকে পুনর্বিনিয়োগ করা অর্থ প্রবাহ ছিল ১৫৬ কোটি ২২ লাখ ডলার। ২০২০ সালে যার পরিমাণ ছিল ১৫৬ কোটি ৬১ লাখ ডলার। এ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের আয় থেকে পুনর্বিনিয়োগ কমেছে শূন্য দশমিক ২৪ শতাংশ।
২০২১ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আন্তঃপ্রতিষ্ঠান ঋণ দাঁড়ায় ১৯ কোটি ৪৫ লাখ ডলার। ২০২০ সালে যার পরিমাণ ছিল ১৫ কোটি ৫১ লাখ ডলার। এ হিসেবে গত বছর বিদেশি বিনিয়োগকারীদের আন্তঃপ্রতিষ্ঠান ঋণ প্রবাহ বেড়েছে ২৫ শতাংশ।
নিজস্ব মূলধন, আয়ের পুনর্বিনিয়োগ, ও আন্তঃপ্রতিষ্ঠান ঋণ মিলিয়ে ২০২১ সালে দেশে আসা এফডিআই প্রবাহের নিট পরিমাণ ছিল ২৮৯ কোটি ৫৫ লাখ ডলার। ২০২০ সালের তুলনায় যা ১২ দশমিক ৯ শতাংশ বেশি। ২০১৯ সাল শেষে ওই বছরের নিট এফডিআই প্রবাহ ছিল ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার। এ পরিসংখ্যানেই দেখা যাচ্ছে ২০২০ সালে কমে গিয়ে ২০২১ সালে কোভিড-পূর্বাবস্থায় ফিরে এসেছে দেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রবাহ।
কোন কোন খাতের মাধ্যমে ২০২১ সালে এফডিআই প্রবাহ বেড়েছে সে চিত্রও স্পষ্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। প্রতিষ্ঠানটির খাতভিত্তিক গ্রস এফডিআই পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি প্রবাহ ছিল বস্ত্র ও পোশাক খাতে। এর পরই সবচেয়ে বেশি প্রবাহ ছিল এমন উল্লেখযোগ্য খাতগুলো হলো বিদ্যুৎ, ব্যাংকিং, গ্যাস এবং পেট্রোলিয়াম, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টেলিকমিউনিকেশন, ট্রেডিং, ফুড, নির্মাণ এবং চামড়া ও চামড়াজাত পণ্য।
যে দেশগুলো থেকে ২০২১ সালে এফডিআই প্রবাহ সবচেয়ে বেশি ছিল সে দেশগুলোর মধ্যে প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ এফডিআই প্রবাহ আসা উৎস দেশ ছিল চীন। এছাড়া গ্রস এফডিআই প্রবাহ আসা উল্লেখযোগ্য অন্য দেশগুলো হলো সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, হংকং, নেদারল্যান্ডস, ভারত, নরওয়ে, শ্রীলংকা, জাপান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও মরিশাস।