চীনে বিশ্বের প্রথম স্বয়ংচালিত বৈদ্যুতিক কনটেইনার ফিডার শিপ ঝি ফেই বাণিজ্যিক সেবা চালু করেছে। শুক্রবার (২২ এপ্রিল) নিয়মিত বাণিজ্যিক যাত্রা শুরুর আগে জাহাজটিকে বেশ কয়েক দফার পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।
প্রায় ৮ হাজার ডিডব্লিউটির ঝি ফেই ৩০০ টিইইউ কনটেইনার পরিবহন করতে সক্ষম। একে একটি ডেমোনস্ট্রেশন শিপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাহাজটি এই প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চীনা কর্মকর্তারা মনে করছেন।
৩৮৪ ফুট দীর্ঘ ও প্রায় ৩২ ফুট গভীরতার জাহাজটির প্রপালশনে ব্যবহার করা হয়েছে ডিসি ইলেক্ট্রিক সিস্টেম, যা দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১২ নটিক্যাল মাইল গতি তোলা যাবে। আর স্বাভাবিক অপারেশনে জাহাজটির গতি হবে ঘণ্টায় ৮ নটিক্যাল মাইল।
ঝি ফেই নির্মাণ করা হয়েছে চীনের কিংদাও শিপইয়ার্ডে। এর নকশা প্রণয়নে নেতৃত্ব দিয়েছে বেস্টওয়ে। সহায়তা করেছে সাংহাই জিয়াহাও শিপ ডিজাইন ইনস্টিটিউট ও দালিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি। জাহাজটির নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের মে মাসে। এটি প্রথম পানিতে ভাসানো হয় গত বছরের এপ্রিলে। আর প্রথম সি ট্রায়াল হয় জুনে। চলতি বছরের মার্চে জাহাজটির প্রযুক্তিগত মূল্যায়ন সম্পন্ন হয়।
বর্তমানে শ্যানডং প্রদেশের কিংদাও বন্দর ও ডংজিয়াকোউ বন্দরের মধ্যে চলাচল করছে ঝি ফেই। জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে নেভিগেশন ব্রিলিয়ান্স (ব্রিনেভ)।