ভূমধ্যসাগরের প্রথম অফশোর প্রকল্প উদ্বোধন করল ইতালি

ইতালি সম্প্রতি ভূমধ্যসাগরের প্রথম গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করেছে। দেশটির আপুলিয়া অঞ্চলের তারান্তো বন্দরের নিকটবর্তী উপকূলীয় জলসীমায় উইন্ড প্রজেক্ট বেলিওলিসো গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। বেসরকারি এই প্রকল্পটির ডেভেলপার ও মালিক ইতালীয় কোম্পানি রেনেক্সিয়া।

বেলিওলিসো প্রকল্পটির আকার খুব বেশি বড় নয়। ৩ মেগাওয়াট সক্ষমতার মাত্র ১০টি বটম-ফিক্সড উইন্ড টার্বাইন নিয়ে প্রকল্পটি গড়ে উঠেছে। টার্বাইনগুলো সরবরাহ করেছে চীনের মিংইয়াং স্মার্ট এনার্জি। ইউরোপের অফশোর উইন্ড মার্কেটে এই প্রথম টার্বাইন সরবরাহ করল তারা।

৩০ মেগাওয়াট সক্ষমতার এই প্রকল্প থেকে প্রতি বছর ৫৮ হাজার মেগাওয়াট-আওয়ার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা দিয়ে ২১ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে।

২০৪০ সাল নাগাদ অফশোর প্রকল্প থেকে ৫ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ইতালির। বেলিওলিসো প্রকল্পটি হলো সেই লক্ষ্য পূরণের প্রথম পদক্ষেপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here