১৩৫তম বন্দর দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। রবিবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বন্দরের বর্তমান অপারেশনাল কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাবেন বন্দর চেয়ারম্যান।
প্রতিবছর বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত থাকেন।