তিন বছরের জন্য নতুন ‘আমদানি নীতি আদেশ’ জারি

সরকার আগামী তিন বছরের জন্য ‘আমদানি নীতি আদেশ’ জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বাণিজ্য মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। সোমবার (২৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মিরাজুল ইসলাম উকিলের সই করা গেজেটে বলা হয়েছে, এ ‘নীতি আদেশ’ ২০২১-২০২৪ সাল পর্যন্ত তিন বছরের জন্য জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

গেজেটে আরও বলা হয়, এই নীতি আদেশ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

প্রতি তিন বছর পর পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি নীতি আদেশ জারি করা হয়। তিন বছরের জন্য ২০২১ সালের ৩০ জুনের পরপরই নতুন আমদানি নীতি আদেশ জারি করার বিধান থাকলেও করোনার কারণে তা প্রণয়ন করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। জারি করা নতুন আমদানি নীতি আদেশের বলেই দেশের আমদানি বাণিজ্য পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here