টেক্সাসে ইইউর প্রথম জাহাজের রিসাইক্লিং সম্পন্ন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের জাহাজভাঙ্গা শিল্প সম্প্রতি নতুন এক মাইলফলক অর্জন করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর মানদণ্ড মেনে ব্রাউনসভিলে ইন্টারন্যাশনাল শিপব্রেকিং লিমিটেডের ইয়ার্ডে ইইউর একটি জাহাজ রিসাইক্লিং সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে জাহাজভাঙ্গা শিল্পে বিকল্প গন্তব্য হিসেবে আত্মপ্রকাশে বড় অগ্রগতি অর্জন করল কোম্পানিটি।

পরিবেশগত বিধিবিধানের কারণে পুরনো অনেক জাহাজই এখন অপারেশনে থাকার যোগ্যতা হারাচ্ছে। ফলে এসব জাহাজের রিসাইক্লিংয়ের চাহিদা বাড়ছে। তবে ইইউর জাহাজমালিকরা এতদিন তুরস্কের ইয়ার্ডগুলোকেই প্রাধান্য দিয়ে এসেছে। অথবা তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে চুক্তি করেছে, যারা জাহাজ ভাঙ্গার সময় ইইউর কঠোর মানদণ্ড প্রতিপালন নিশ্চিতকরণে কাজ করে।

ইন্টারন্যাশনাল শিপব্রেকিংয়ের ব্রাউনসভিল ইয়ার্ডটি গত বছরই যাত্রা করেছে। সেখানে ইইউর বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করা হয়েছে, যেন ইইউর মালিকানাধীন অথবা ইইউর সদস্য রাষ্ট্রগুলোর পতাকাবাহী জাহাজ সেখানে রিসাইক্লিংয়ের জন্য যেতে পারে।

নতুন এই ইয়ার্ডে ইইউর প্রথম যে জাহাজের রিসাইক্লিং সম্পন্ন করা হয়েছে, তার নাম এমটি উলভারিন। এটি ছিল একটি কেমিক্যাল ট্যাংকার, যেটি ২০০৬ সালে রোমানিয়ায় নির্মিত হয়েছিল। ট্যাংকারটি নরওয়ের পতাকাবাহী ছিল। ৫১৮ ফুট দীর্ঘ জাহাজটির পরিবহন সক্ষমতা ছিল ১৬ হাজার টন।

ইন্টারন্যাশনাল শিপব্রেকিং জানিয়েছে, তারা উলভারিন থেকে যেসব উপাদান বের করেছে, তার ৯৭ শতাংশই রিসাইকেল করতে সক্ষম হয়েছে। আর এই কাজের জন্য ৩ কোটি ডলার বিনিয়োগ করে সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও অবকাঠামো স্থাপন করেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here