রোমানিয়ার কনস্টান্টা বন্দর ছাড়তে প্রস্তুত ইউক্রেনের ভুট্টাবোঝাই জাহাজ

রাশিয়ার অভিযান শুরুর পর প্রথম

ইউক্রেনের রপ্তানিমুখী ৭১ হাজার টনের বেশি ভুট্টা নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাত্রার জন্য প্রস্তুত হয়েছে একটি কার্গো জাহাজ। আজ কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত রোমানিয়ার কনস্টান্টা বন্দরে জাহাজটিতে ভুট্টা বোঝাই সম্পন্ন হয়। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সেনা অভিযান শুরুর পর এই প্রথম ইউক্রেনীয় শস্যের বড় কোনো চালান সমুদ্রপথে রপ্তানি গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে।

যে জাহাজটিতে ইউক্রেনের ভুট্টা বোঝাই করা হয়েছে, তার নাম ইউনিটি এন। রাশিয়ার অভিযান শুরুর পর এটি ইউক্রেনের শস্যবাহী প্রথম প্যানাম্যাক্স জাহাজ।

বিশ্বের চতুর্থ বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ ইউক্রেন। কিন্তু গত দুই মাস ধরে দেশটির সমুদ্রবন্দরগুলো অবরুদ্ধ থাকায় সেগুলো দিয়ে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে রেলপথে অথবা ছোট আকারের দানিয়ুব নৌবন্দর দিয়ে রোমানিয়ায় শস্যের চালান পাঠানো হলেও প্রয়োজনের তুলনায় এর পরিমাণ অনেক কম।

এখন পর্যন্ত ইউক্রেন থেকে প্রায় ৮০ হাজার টন শস্য কনস্টান্টায় পাঠানো হয়েছে। আরও ৮০ হাজার টন সেখানে পাঠানোর জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here