পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতেও পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে চট্টগ্রাম বন্দরে। শুক্রবার (২৯ এপ্রিল) স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সকল স্টেকহোল্ডারদের বিষয়টি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ২৪/৭ চালু থাকবে। আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট ও বেসরকারি আইসিডিসমূহকে এ সময় বন্দর থেকে কনটেইনার খালাস নেওয়ার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছুটিকালিন সময়ে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রয়োজনে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। কনটেইনার সম্পর্কিত সহযোগিতার জন্য ০১৮৪০৮১৬৫৫৬, বাল্ক ও ব্রেক বাল্ক সম্পর্কিত সহযোগিতার জন্য ০১৮৬০০৮৬২৮৯, সাধারণ কার্গো বার্থে (জিসিবি) নিরাপত্তা সংশ্লিষ্ট সহযোগিতায় ০১৫৫৮৪৪২১৪৩ ও এনসিটিতে ০১৫৫০০০৫১০০ এবং যান্ত্রিক বিভাগের যে কোনো সহযোগিতার জন্য ০১৭৫৮৬২৬৭৬১ ও ০১৮১৮৫৯৩৮০৫ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।