ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। ফলে রাশিয়ার সঙ্গে সীমিত হয়ে গেছে ওই অঞ্চলের বাণিজ্য। এরই ফলশ্রুতিতে ইউরোপের বৃহত্তম বন্দর রটারডামে পণ্য হ্যান্ডলিংও কমে গেছে।
রটারডাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বন্দরে পণ্য হ্যান্ডলিং ১ দশমিক ৫ শতাংশ কমেছে। এর পেছনে তারা রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাকে কারণ হিসেবে দেখিয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ইউক্রেন ইস্যুতে তৈরি হওয়া সংকট পুরো বছরের পণ্যপ্রবাহকে ক্ষতিগ্রস্ত করবে।
বছরের প্রথম তিন মাসে মোট ১১ লাখ ৩৬ হাজার টন পণ্য রটারডাম বন্দরে হ্যান্ডলিং হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১ লাখ ৫২ হাজার টন।
২০২১ সালে নেদারল্যান্ডসের বন্দরটি দিয়ে জ্বালানি তেল আমদানির ৩০ শতাংশই রাশিয়া থেকে এসেছিল। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ২৫ শতাংশ ও কয়লা আমদানির ২০ শতাংশের উৎস ছিল দেশটি। ডাচ্ বন্দরটি জানিয়েছে, রাশিয়া থেকে পণ্য আমদানি কী পরিমাণ কমেছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে দেশটির প্রতিটি খাতে আরোপিত নিষেধাজ্ঞা এবং সেখানে পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থগিত করার প্রভাব এখন দৃশ্যমান।
বন্দরটি বলেছে, রাশিয়া থেকে কনটেইনারের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি মার্চে স্পষ্ট হয়েছে। কারণ বেশিরভাগ শিপিং কোম্পানি দেশটির সঙ্গে সংযোগ স্থগিত করেছে এবং বেশির ভাগ দেশ রাশিয়ায় পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে।