ছবিতে সংবাদ – মে

২৭ এপ্রিল চট্টগ্রাম বন্দরের নবনির্মিত এনসিটি স্পেশাল গেটের উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডরিমাল এম শাহজাহান। এ সময় বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘ফরমুলেশন অ্যান্ড ইভালুয়েশন অব ট্যারিফ স্ট্রাকচার ফর চিটাগং পোর্ট অথরিটি’ শীর্ষক এক কর্মশালা বন্দর ভবনে অনুষ্ঠিত হয়েছে ২৭ এপ্রিল। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।

চট্টগ্রাম বন্দর দিবসকে সামনে রেখে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে ২৪ এপ্রিল মতবিনিময় করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় পর্ষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১২ এপ্রিল চট্টগ্রাম বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

গত ৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল আলম অবসর গ্রহণ করেন। এ উপলক্ষে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন কর্তৃপক্ষের চেয়ারম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here