সংবাদ সংকেত – মে

চেসাপিক বের ডুবোচরে এক মাসের বেশি সময় ধরে আটকে থাকার পর অবশেষে মুক্ত হয়েছে এভার ফরোয়ার্ড। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জাহাজটির ক্লিন হেলথের সার্টিফিকেট মিলেছে।

চলতি বছর কনটেইনার পরিবহনের চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছে মায়েরস্ক। কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশাতীত মুনাফা অর্জন করেছে।

নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার সঙ্গে সীমিত হয়েছে পশ্চিমা দেশগুলোর বাণিজ্য। এর ফলশ্রুতিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউরোপের বৃহত্তম বন্দর রটারডামে পণ্য হ্যান্ডলিং ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৬৯ কোটি ডলার রাজস্ব আয় করেছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। আগের বছরের একই সময়ের ১৪০ কোটি ডলারের তুলনায় তা প্রায় ২১ শতাংশ বেশি।

তিউনিসিয়ার গেবস উপকূলের কাছে সম্প্রতি ১ হাজার টন জ্বালানি নিয়ে একটি বাংকার জাহাজ ডুবে গেছে। তিউনিসিয়ার নৌবাহিনী জাহাজটির সাতজন ক্রুর সবাইকে উদ্ধার করেছে।

সাংহাই মার্চেন্ট শিপ ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ৭ হাজার সিইইউ কার ক্যারিয়ারের নকশায় নীতিগত অনুমোদন দিয়েছে ক্লাসিফিকেশন সোসাইটি ডিএনভি। ক্যারিয়ারটি জ¦ালানি হিসেবে অ্যামোনিয়া ব্যবহার করবে।

২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে প্রমোদতরী সেবায় রেকর্ড বুকিং পেয়েছে কার্নিভাল করপোরেশন। এর মাধ্যমে করোনা মহামারির প্রভাব কাটিয়ে চাঙ্গা হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্রুজিং খাত।

১ জুন থেকে নিজেদের জাহাজে আর প্লাস্টিক বর্জ্য পরিবহন করবে না সিএমএ সিজিএম। ফরাসি কনটেইনার শিপিং লাইনটি সম্প্রতি এই ঘোষণা দিয়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিজেদের বৈশ্বিক কার্যক্রমে মোট ১ কোটি ৯৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে ডিপি ওয়ার্ল্ড। আগের বছরের একই সময়ের তুলনায় তা ১ দশমিক ৭ শতাংশ বেশি।

২ লাখ লিটার জ্বালানি চোরাচালানের অভিযোগে সম্প্রতি পারস্য উপসাগর থেকে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস। জাহাজটির আটজন ক্রুকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশবান্ধব জ্বালানি-চালিত দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) নির্মাণের বিষয়ে সম্প্রতি লয়েড’স রেজিস্টার, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ ও এমআইএসসির সাবসিডিয়ারি এটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

গিনি উপসাগরে সম্প্রতি একটি বাল্কারে জলদস্যুদের অপতৎপরতা প্রতিহত করেছে ইতালীয় নৌবাহিনীর একটি ফ্রিগেট। উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রিগেটটি সেখানে টহল দিচ্ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here