আরও ১৩ হাজার টন সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ

আরও ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে একটি জাহাজ। শুক্রবার (৬ মে) দুপুর ২টায় সয়াবিন তেল নিয়ে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমটি সুমাত্রা পাম’ বন্দরে পৌঁছে।

২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি যাত্রা শুরু করে।

এই ভোজ্যতেল আমদানি করেছে টি কে গ্রুপ।

এর আগে, মঙ্গলবার (৩ মে) চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছিল ২১ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি আমদানি করে। এর মধ্যে বসুন্ধরার ছিল ১০ হাজার ৩২১, সেনা কল্যাণ এডিবল অয়েলের পাঁচ হাজার, সিটি গ্রুপের এক হাজার ৬৭৯ এবং বাংলাদেশ এডিবল অয়েলের ছিল চার হাজার মেট্রিক টন তেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here