চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে আরও ২টি কী গ্যান্ট্রি ক্রেন

চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ছে ক্রেনবাহী জাহাজ

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হচ্ছে কনটেইনার হ্যান্ডলিংয়ে ব্যবহৃত সর্বাধুনিক দুইটি কী গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি)। এগুলো যুক্ত হলে কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি বাড়বে।

শনিবার (৭ মে) এসব যন্ত্রপাতি নিয়ে আসা ‘জেন হুয়া ১২’ জাহাজটি বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে ভিড়েছে।

জাহাজ থেকে নামানো, স্থাপন ও পরীক্ষামূলকভাবে পরিচালনা শেষে দ্রুত এগুলো কনটেইনার হ্যান্ডলিংয়ে যুক্ত হবে।

বর্তমানে বন্দরের সিসিটিতে ৪টি এবং এনসিটিতে ১০টি কিউজিসি অপারেশনে আছে। নতুন ২টি কিউজিসি এনসিটি-৫ জেটিতে বসানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here