দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হচ্ছে কনটেইনার হ্যান্ডলিংয়ে ব্যবহৃত সর্বাধুনিক দুইটি কী গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) ও তিনটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি)। এগুলো যুক্ত হলে কনটেইনার হ্যান্ডলিংয়ের গতি বাড়বে।
শনিবার (৭ মে) এসব যন্ত্রপাতি নিয়ে আসা ‘জেন হুয়া ১২’ জাহাজটি বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে ভিড়েছে।
জাহাজ থেকে নামানো, স্থাপন ও পরীক্ষামূলকভাবে পরিচালনা শেষে দ্রুত এগুলো কনটেইনার হ্যান্ডলিংয়ে যুক্ত হবে।
বর্তমানে বন্দরের সিসিটিতে ৪টি এবং এনসিটিতে ১০টি কিউজিসি অপারেশনে আছে। নতুন ২টি কিউজিসি এনসিটি-৫ জেটিতে বসানো হবে।