হিলিতে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু

হিলি স্থলবন্দর

মে দিবস, ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয়দিন বন্ধের পর শনিবার (৭ মে) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ১-৬ মে পর্যন্ত টানা ছয়দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে পুনরায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড, বাংলাদশি ট্রাকে লোড ও ডেলিভারিসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here