২০২১ সালে বৈশ্বিক এলএনজি আমদানি বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ

গত বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বৈশ্বিক আমদানির পরিমাণ ২০২০ সালের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। কোভিড-পরবর্তী সময়ে শিল্প খাতে জ্বালানিটির চাহিদা বৃদ্ধির ফলে এই ঊধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। প্যারিসভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রুপ অব এলএনজি ইম্পোর্টার্সের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

গত বছর এলএনজির বৈশ্বিক আমদানির পরিমাণ ছিল ৩৭ কোটি ২৩ লাখ টন। ২০২০ সালের তুলনায় তা ১ কোটি ৬২ লাখ টন বেশি।

২০২০ সালে বৈশ্বিক এলএনজি আমদানিতে প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৪ শতাংশ। ২০১৯ সালে ছিল ১৩ শতাংশ ও ২০১৮ সালে ৮ দশমিক ৩ শতাংশ। কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে এলএনজি আমদানিতে প্রবৃদ্ধির হার প্রায় শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল।

এশিয়ায় সবচেয়ে বেশি এলএনজি আমদানি করে চীন। ২০২১ সালে দেশটির আমদানি ৭ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ২৫ লাখ টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here