জুন মাসে অপরিশোধিত জ্বালানি উত্তোলন দৈনিক ৪ লাখ ৩২ হাজার ব্যারেল বাড়ানোর পূর্বনির্ধারিত নীতিতে অটল থাকবে ওপেক প্লাস। রাশিয়া-ইউক্রেন উত্তেজনার মধ্যে তেল উত্তোলন বাড়ানোর চাপ থাকলেও নিজেদের পরিকল্পনায় কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি উত্তোলক দেশগুলোর প্রভাবশালী জোটটি।
বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে সংকট চলছে, তা নিরসনে গত বছর থেকেই উত্তোলন বাড়ানোর জন্য ওপেক প্লাসের প্রতি আহ্বান জানিয়েছিল বাইডেন প্রশাসন। কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিতেই অটল রয়েছে ওপেক জোটটি।
এদিকে অব্যাহত সংকট মোকাবিলা ও মূল্য নিয়ন্ত্রণে কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে স্থানীয় বাজারে অপরিশোধিত জ্বালানি সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির আহ্বানে সাড়া দিয়ে মজুদ উন্মুক্ত করছে ভারত, জাপান, চীনসহ আরও কয়েকটি দেশ।
সাম্প্রতিক মাসগুলোয় জোটটি উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে ক্রমাগত ব্যর্থ হয়েছে। জোটের বেশ কয়েকটি দেশ এখনো করোনা মহামারির ধাক্কা সামলে উত্তোলন সক্ষমতা বাড়াতে পারেনি। বিনিয়োগস্বল্পতাও রয়েছে কয়েকটি দেশে। এসব কারণেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, আগামী ২ জুন ওপেক প্লাসের পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।