রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী রয়েছে বিভিন্ন পণ্যের দাম। বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে মূল্যস্ফীতির চাপ। এ অবস্থায় মার্চে রেকর্ড রপ্তানি প্রবৃদ্ধি দেখেছিল ইন্দোনেশিয়া। এপ্রিলে দেশটির রপ্তানি মূল্য আরও বেড়েছে। একই সঙ্গে রেকর্ড উচ্চতায় উঠেছে বাণিজ্য উদ্বৃত্ত।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল স্ট্যাটিস্টিকস এজেন্সির (বিপিএস) দেওয়া তথ্য অনুসারে, এপ্রিলে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত বছরওয়ারি দ্বিগুণ বেড়ে ৭৫৬ কোটি ডলারে উন্নীত হয়েছে। আর আগের মাসের চেয়ে তা ৬৬ শতাংশ বেশি। আলোচ্য সময়ে দেশটির রপ্তানি হয়েছে ২ হাজার ৭৩২ কোটি ডলার, যা বছরওয়ারি ৪৭ দশমিক ৭৬ শতাংশ বেশি। আর আমদানি বছরওয়ারি ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ কোটি ডলার।
মার্চে ইন্দোনেশিয়ার রপ্তানির পরিমাণ ছিল ২ হাজার ৬৫০ কোটি ডলার, যা বছরওয়ারি বেড়েছিল ৪৪ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে আমদানি ৩০ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ১৯৭ কোটি ডলারে উন্নীত হয়েছিল। বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪৫৩ কোটি ডলার।