চীনের বৈদেশিক বাণিজ্যের গতি ধীর

গত কয়েক মাস ধরে আমদানি-রপ্তানির গতি ধীর ছিল চীনের। এপ্রিলে তা আরও শ্লথ হয়েছে। বিশেষ করে চীনা পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি অনেকটা কমেছে। অন্যদিকে এ সময়ে অপরিবর্তিত রয়েছে দেশটির আমদানির পরিমাণ। করোনা প্রতিরোধে গৃহীত কঠোর বিধিনিষেধের কারণে শিল্পোৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটা ও অভ্যন্তরীণ চাহিদার পতন এই মন্দাভাবের জন্য দায়ী বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত মাসে চীনের রপ্তানি আয় বেড়েছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। যেখানে মার্চে এই প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। এপ্রিলের রপ্তানি প্রবৃদ্ধির হার ২০২০ সালের জুনের পর সবচেয়ে কম। এ সময়ের জন্য অর্থনীতিবিদদের প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৩ দশমিক ২ শতাংশ।

গত মাসে ২৭ হাজার ৩৬২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে চীন। বিপরীতে আমদানি করেছে ২২ হাজার ২৫০ কোটি ডলারের পণ্য।

এপ্রিলে চীনের বাণিজ্য উদ্বৃত্ত মার্চের তুলনায় কিছুটা বেড়েছে। এ সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আমদানির চেয়ে ৫ হাজার ১১২ কোটি ডলার বেশি রপ্তানি করেছে। মার্চে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৮ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here