এলএনজির চাহিদা পূরণে মার্কিননির্ভরতা বাড়ছে ইউরোপের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বাড়ছে ইউরোপের দেশগুলোর। রাশিয়ার বিকল্প উৎস হিসেবে দেশটি থেকে প্রতি মাসেই বিপুল পরিমাণ এলএনজি কিনছে ইউরোপ। গত মাসে যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক এলএনজি কিনে শীর্ষ আমদানিকারকের তকমা ধরে রেখেছে অঞ্চলটি। পণ্যবাহী কার্গোর তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রিফিনিটিভ সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউরোপে প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৪০ শতাংশই পূরণ হয় রাশিয়া থেকে আমদানিকৃত গ্যাসের মাধ্যমে। কিন্তু ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে দেশটি থেকে গ্যাস আমদানি কমিয়ে এনেছে ইউরোপ। বিকল্প উৎস হিসেবে অঞ্চলটি যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি প্রাধ্যান্য দিচ্ছে।

টানা পাঁচ মাস মার্কিন এলএনজির শীর্ষ আমদানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে ইউরোপ। যুক্তরাষ্ট্র যে পরিমাণ এলএনজি রপ্তানি করে, তার ৬৪ শতাংশই হয় ইউরোপে।

রিফিনিটিভের তথ্য বলছে, গত মাসে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি প্রায় ৮ শতাংশ কমেছে। এ সময় দেশটি সব মিলিয়ে প্রায় ৭১ লাখ টন এলএনজি রপ্তানি করেছে। মার্চে দেশটি রেকর্ড ৭৬ লাখ ৭০ হাজার টন এলএনজি রপ্তানি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here