যুক্তরাষ্ট্রের গ্যাস উত্তোলন ও চাহিদা বৃদ্ধির পূর্বাভাস ইআইএর

অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও উত্তোলন বাড়বে। সম্প্রতি ‘শর্ট টার্ম এনার্জি আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস বলছে, চলতি বছর যুক্তরাষ্ট্রের ড্রাই গ্যাস উত্তোলন বেড়ে ৯ হাজার ৬৭১ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। আগামী বছর উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ১০ হাজার ১৭১ কোটি ঘনফুট। গত বছর দেশটিতে ৯ হাজার ৩৫৫ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল।

ইআইএর তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৮ হাজার ২৯৭ কোটি ঘনফুট গ্যাস ব্যবহার হয়েছিল। এ বছর তা বেড়ে ৮ হাজার ৫৭৩ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। তবে আগামী বছর ব্যবহার কিছুটা কমে ৮ হাজার ৫২৮ কোটি ঘনফুটে নামতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি ১ হাজার ১৯৯ কোটি ঘনফুটে উন্নীত হবে। আগামী বছর এই রপ্তানির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ২৬৩ কোটি ঘনফুট। গত বছর দেশটি ৯৭৬ কোটি ঘনফুট এলএনজি রপ্তানি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here