ব্রিটিশ রয়েল নেভির ফ্রিগেট এইচএমএস মন্ট্রোজ সম্প্রতি ওমান উপসাগরে অভিযান চালিয়ে ২২ লাখ ডলার মূল্যমানের হেরোইন জব্দ করেছে। ফ্রিগেটটিতে দায়িত্বরত রয়েল মেরিনসের একটি টিম নয় ঘণ্টা ধরে অভিযান চালিয়ে একটি নৌযান থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করে।
সন্দেহভাজন ওই নৌযানে আরোহন করে টিমের সদস্যরা তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বেশ কিছু বস্তা লুকানো অবস্থায় দেখতে পান তারা। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, বস্তাভর্তি পণ্যগুলো আসলে নিষিদ্ধ মাদক হেরোইন। সব মিলিয়ে প্রায় ৯০ কিলোগ্রাম হেরোইন জব্দ করেছে রয়েল মেরিনস, যার আনুমানিক মূল্য ২২ লাখ ডলার।
২০১৯ সালের জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় অপারেশন শুরু করে এইচএমএস মন্ট্রোজ। তার পর থেকে এখন পর্যন্ত ফ্রিগেটটি ১৮ টনের বেশি নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করেছে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত প্রায় ১২ কোটি ডলারের মাদক জব্দ করেছে মন্ট্রোজ।