চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে হাইস্পীড প্যাট্রোল বোট

নতুন সংগৃহীত স্পীডবোট

চট্টগ্রাম বন্দরে যুক্ত হচ্ছে হাইস্পীড প্যাট্রোল বোট। এটি যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে চলাচল করতে সক্ষম। আধুনিক নেভিগেশনাল যন্ত্রপাতি, স্যাটেলাইট রাডার, স্যাটেলাইট কম্পাস, দুটি ইঞ্জিন, তিনটি জেনারেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে এই বোটে।

বোটটিতে একসাথে ১৬ জন বসতে পারবে। ইটালির রেভেনা বন্দর থেকে কনটেইনার জাহাজ সোঙ্গা চিতায় করে বোটটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রবিবার (১৫ মে)।

বোটটি কাস্টমস ছাড়পত্র শেষে বন্দরের নৌ বিভাগ ট্রায়াল দেবে। এরপর এটি বন্দরের ১ নম্বর বার্থের সার্ভিস জেটিতে থাকবে। এ বোটটি পতেঙ্গা থেকে মাতারবাড়ী গভীর সমুদ্র টার্মিনাল পর্যন্ত ৬০ কিলোমিটার পথ দ্রুততম সময়ে পাড়ি দিয়ে পাইলটদের আনা-নেওয়া করতে সক্ষম। এ ছাড়া বহির্নোঙরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযানও পরিচালনা করতে পারবে। বন্দর নৌ বিভাগের ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে বোটটি পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here