জাপানে কাত হয়ে যাওয়া জাহাজ থেকে ক্রুদের উদ্ধার

জাপানের মূল দ্বীপ হোনশুর পূর্ব উপকূলে ছোট আকারের একটি কার্গো জাহাজ ঝোড়ো আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একদিকে কাত হয়ে গেছে। জাপানি কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার জাহাজটির সব ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

৫৬০ ডিডব্লিউটির মেইসেন মারু নামের অভ্যন্তরীণ কার্গো জাহাজটি নন-ফেরাস ধাতব পণ্য এবং ইস্পাত, কয়লা ও রাসায়নিক শিল্পের কাঁচামাল পরিবহন করে। কোস্ট গার্ড জানিয়েছে, জাহাজটি থেকে পণ্য খালাস করে নেওয়ার পর প্রতিকূল আবহাওয়ায় সেটি নিয়ন্ত্রণ ফেলে এবং এক পর্যায়ে স্টারবোর্ড সাইডে অর্থাৎ ডানদিকে কাত হয়ে যায়। তীরের নিকটবর্তী হওয়ায় সেখানে পানির গভীরতা কম রয়েছে। ফলে জাহাজটি পুরোপুরি না ডুবে কাত হয়ে অর্ধডুবন্ত অবস্থায় রয়েছে।

জাহাজটিতে মোট পাঁচজন ক্রু ছিলেন। জাহাজে পানি উঠতে শুরু করলে তারা লাইফবোটে উঠে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দুজন বয়স্ক ক্রু পড়ে গিয়ে আহত হন। পরে ক্রুরা কোস্ট গার্ডের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠান। বার্তা পেয়ে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্রুদের উদ্ধার করে।

স্যালভেজ ক্রুরা জাহাজটিকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে কোস্ট গার্ড জানিয়েছে। এছাড়া এই ঘটনায় তেল নিঃসরণের মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে বাহিনীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here