সবজি ও ফল রপ্তানি শুরু করেছে চেইন শপ ‘স্বপ্ন’

দেশের বাইরে সবজি ও ফল রপ্তানি করছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গত মার্চে স্বপ্নের প্রথম রপ্তানি চালান পাঠানো হয়। প্রথম চালানে পটোল, ঢেঁড়শ, কাঁচা আম, আলু, করলাসহ ২৬ ধরনের সবজি ও ফল হংকংয়ে রপ্তানি করে প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত রোববার (১৫ মে) রপ্তানির দ্বিতীয় চালান পাঠানো হয়। এর মধ্যে স্বপ্নের গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউও আছে।

স্বপ্নের এক্সপোর্ট ইনিশিয়েটিভের অ্যাডভাইজার ও টিম লিডার সাইফুল আলম বলেন, ৩১ মার্চ স্বপ্ন এক্সপোর্ট শুরু করে। গত রোববার যে এক্সপোর্ট হংকং মার্কেটে করা হয়, তার মধ্যে স্বপ্নের গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউ রয়েছে। এছাড়া সাতক্ষীরার ১০০ কেজি আম পাঠানো হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আমের এক্সপোর্টে সহযোগিতা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে স্বপ্ন প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার। স্বপ্নের গ্লোবাল গ্যাপ উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করেছে। এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য রপ্তানি করতে পারবে স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here