দীর্ঘ প্রতীক্ষিত পানামা ক্যানাল কনটেইনার টার্মিনাল নির্মাণে জটিলতা অবশেষে কাটতে চলেছে। পানামা সরকার জানিয়েছে, সম্প্রতি তারা একটি বিনিয়োগ গ্রুপের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে। এই বিনিয়োগ গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে মেডিটারেনিয়ান শিপিং কোম্পানির (এমএসসি) একটি সহযোগী প্রতিষ্ঠান।
পানামার কোলন শহরে বাস্তবায়নাধীন কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পটি বেশ পুরনো। আট বছর আগে এর কাজ শুরু হয়। তখন একটি চীনা কোম্পানি টার্মিনালটি নির্মাণের দায়িত্ব পায়। তবে ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর নতুন সরকার সেই চুক্তি বাতিল করে দেয়। চীনা কোম্পানিটি ৪০ শতাংশ কাজ সম্পন্ন করেছে।
নতুন চুক্তি অনুযায়ী, নোটার্ক ম্যানেজমেন্ট গ্রুপ নামের একটি বেসরকারি বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি টার্মিনালের বাকি কাজ সম্পূর্ণ করবে। পানামা, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে কার্যক্রম রয়েছে কোম্পানিটির। চুক্তিটির মাধ্যমে প্রকল্প-সংশ্লিষ্ট সব ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অধিকার পেয়েছে তারা।
এমএসসির সহযোগী কোম্পানি টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেড এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে এবং টার্মিনালটির ব্যবস্থাপনা ও তদারকির কাজে নিয়োজিত থাকবে তারা।