২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ৫২ লাখ ৫২ হাজার ৬০৫ ইউএস ডলারের পিপিই, মাস্ক, গ্লাভসসহ মেডিক্যাল সামগ্রী রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪৫ কোটি টাকা ১৭ লাখ টাকা। বিজিএমইএ বছরওয়ারী হিসেবে এ তথ্য দিয়েছে।
বিজিএমইএ’র তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশের ১৪টি কারখানা থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা পিপিইসহ মেডিক্যাল সামগ্রী নিচ্ছেন। বাংলাদেশ গত এক বছরে (২০২১) পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট-পিপিই রপ্তানি করেছে ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ পিস। এরমধ্যে এই এক বছরে প্রায় তিন লাখ সেট পিপিই, মাস্ক, গ্লাভসসহ মেডিক্যাল সামগ্রী পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে।
বিজিএমইএ জানিয়েছে, করোনা মহামারির সময়ে উদ্যোক্তাদের অনেকেই পিপিই, মাস্ক, গ্লাভসসহ মেডিক্যাল সামগ্রী তৈরির উদ্যোগ নেন। গার্মেন্টস ব্যবসায়ীদের অনেকেই কারখানাগুলো পিপিই প্ল্যান্টে রূপান্তর করেন। বাংলাদেশে এখন বিশ্বমানের পিপিই তৈরি হচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়।’