চট্টগ্রাম থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে গেল প্রথম জাহাজ ‘এমভি অ্যামো’

এমভি অ্যামো

রপ্তানি পণ্যবাহী কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে গেল প্রথম জাহাজ ‘এমভি অ্যামো’। শুক্রবার (২০ মে) দুপুরে ১৮২ টিইইউস কনটেইনার নিয়ে লিভারপুল বন্দরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ছাড়ে জাহাজটি। ২২ দিনের মধ্যে সেটি লিভারপুলে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাজ্যের ফ্রেইট ফরোয়ার্ডিং প্রতিষ্ঠান অলসিজ গ্লোবাল লজিস্টিকস লিমিটেড চট্টগ্রাম থেকে যুক্তরাজ্যের পথে সরাসরি এ জাহাজ সেবা চালু করেছে।

৫৬২টি খালি কনটেইনার নিয়ে বুধবার (১৮ মে) চট্টগ্রাম বন্দরে এসেছিল‘এমভি অ্যামো’। সেসব খালি কনটেইনার নামিয়ে পণ্যভর্তি কনটেইনার নিয়ে বন্দর ত্যাগ করেছে জাহাজটি। এসব কনটেইনারের বেশিরভাগেই তৈরি পোশাক ও কিছু কনটেইনারে পাটজাত পণ্য রয়েছে।

যুক্তরাজ্যে সরাসরি যাতায়াতের ফলে আগের চেয়ে সময় কমে আসবে এবং রপ্তানিকারকদের অর্থও সাশ্রয় হবে। বর্তমানে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের বন্দর হয়ে পণ্য যেতে লাগছে ৩৫ থেকে ৪০ দিনের মত।

ইউরোপের দেশ ইতালিতে প্রথমবারের মতো সরাসরি জাহাজ পরিষেবা শুরুর পর যুক্তরাজ্যের সঙ্গে সরাসরি পণ্য পরিবহন কার্যক্রম শুরু হল।

ইতালির সঙ্গে সমুদ্রপথে সরাসরি পণ্য পরিবহন শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। ইতালির ফ্রেইট ফরোয়ার্ড প্রতিষ্ঠান রিফ লাইন ওই সেবা চালু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here