নাবিকদের ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত আইএলওর

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মেরিটাইম কনভেনশন মেনে চলে, এমন দেশগুলোয় নাবিকদের মাসিক ন্যূনতম বেতন বাড়তে চলেছে। আগামী তিন বছরে ক্রমবর্ধমান প্রক্রিয়ায় এই বেতন বাড়বে। আইএলওর জয়েন্ট মেরিটাইম কমিশনের (জেএমসি) একটি সাবকমিটি সম্প্রতি এই সংক্রান্ত একটি রেজলিউশন গ্রহণ করেছে।

সাবকমিটির বৈঠকে নাবিকদের ন্যূনতম মূল বেতন আগামী বছরের ১ জানুয়ারি থেকে মাসিক ৬৫৮ ডলারে উন্নীত করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ২০২৪ সালের ১ জানুয়ারি এই বেতন মাসিক ৬৬৬ ডলার ও ২০২৫ সালের ১ জানুয়ারি ৬৭৩ ডলারে উন্নীত করা হবে।

সাবকমিটি আরও সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৫ সালে তাদের পরবর্তী বৈঠকে নাবিকদের ন্যূনতম বেতন বিষয়ে হিসাব-নিকাশ ও আলোচনার ক্ষেত্রে মাসিক ৬৭৩ ডলারের অঙ্কটি ২০২২ সালের ১ মার্চ থেকে কার্যকর ধরা হবে। অর্থাৎ প্রকৃতপক্ষে এই মজুরি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হলেও পরবর্তী আলোচনায় চলতি বছরের ১ মার্চকে ভিত্তি সময় ধরা হবে।

২০০৬ সালে গৃহীত মেরিটাইম কনভেনশন (এমএলসি, ২০০৬) অনুযায়ী, একজন সক্ষম নাবিকের মাসিক মূল বেতন অথবা মজুরি জেএমসি অথবা আইএলওর গভর্নিং বডি অনুমোদিত অন্য কোনো কমিটি কর্তৃক নির্ধারিত পরিমাণের চেয়ে কম হতে পারবে না। ‘নাবিকদের অধিকারের বিল’ হিসেবে পরিচিত এমএলসি ২০১৩ সালের ২০ আগস্ট কার্যকর হয়। আইএলওর সদস্য ১০১টি রাষ্ট্র এই কনভেনশন মেনে চলে। এই দেশগুলো বিশ্বে টনেজের ভিত্তিতে মোট কার্গোর ৯৬ দশমিক ৬ শতাংশ পরিবহন করে।

জেএমসি সাবকমিটি গৃহীত এই বেতন কাঠামো চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় আইএলও গভর্নিং কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here