চট্টগ্রাম বন্দরে নৌনিরাপত্তা সপ্তাহের উদ্বোধন

বেলুন উড়িয়ে নৌনিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করেন পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

চট্টগ্রাম বন্দরে নৌনিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। রবিবার (২২ মে) সকালে এর উদ্বোধন করেন বন্দরের পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বন্দর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে নৌনিরাপত্তা সপ্তাহের উদ্বোধনকালে পর্ষদ সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-সংরক্ষক (ডিসি) ক্যাপ্টেন ফরিদুল আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, নৌবিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নৌনিরাপত্তা সপ্তাহের গুরুত্ব ও করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া, নৌনিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বন্দর ভবন ও বন্দরের বিভিন্ন স্থাপনায় নৌনিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here