ক্রিস্টাল ক্রুজেসের দুটি সমুদ্রগামী প্রমোদতরী বিক্রি করে দেওয়া হচ্ছে। আগামী মাসে ক্রিস্টাল সিম্ফোনি ও ক্রিস্টাল সেরেনিটি নামের জাহাজ দুটি নিলামে তোলা হবে। মূল কোম্পানি জেন্টিং হংকং যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর লিকুইডেশন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রমোদতরী দুটি বিক্রি করা হচ্ছে।
কমনওয়েলথ অব দ্য বাহামাসের সুপ্রিম কোর্ট কমার্শিয়াল ডিভিশন সম্প্রতি ক্রিস্টাল সিম্ফোনি ও ক্রিস্টাল সেরেনিটি বিক্রির আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করেছে। বর্তমানে জাহাজ দুটির ইন্সপেকশন কার্যক্রম চালু রয়েছে। আগামী ৭ জুন নাগাদ এগুলোর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিলামে আগ্রহীদের ১০ শতাংশ জামানত রাখতে হবে। বিজয়ী দরদাতার নাম ১৪ জুন ঘোষণা করা হবে। এরপর তারা জাহাজ দুটির ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সাতদিনের সময় পাবে। সব প্রক্রিয়া শেষে ‘যেখানে যেমন রয়েছে’ ভিত্তিতে জাহাজ দুটির মালিকানা বুঝে পাবে তারা।
গত জানুয়ারি থেকে বাহামার ফ্রিপোর্টে নোঙ্গর করা রয়েছে সিম্ফোনি ও সেরেনিটি। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানার খড়গ মাথায় নিয়ে ক্যারিবীয় দ্বীপ বাহামার পথ ধরেছিল ক্রিস্টাল ক্রুজেসের প্রমোদতরী দুটি। কিন্তু সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি। বাহামা কর্তৃপক্ষের হাতে ঠিকই গ্রেপ্তার হতে হয় তাদের।
জ্বালানি সরবরাহকারী একটি কোম্পানি মার্কিন আদালতে অভিযোগ করে যে ক্রিস্টাল ক্রুজেসের এই দুটি প্রমোদতরীর কাছে তাদের প্রায় ৫০ লাখ ডলারের বিল পাওনা রয়েছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিয়ামির আদালত যাত্রা শেষে ফ্লোরিডা ফেরামাত্রই সেরেনিটি ও সিম্ফোনিকে গ্রেপ্তারের রায় দেন। উভয় জাহাজই বাহামায় নিবন্ধিত।
আর্থিক সংকটের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়া ক্রিস্টাল ক্রুজেসের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মূল কোম্পানি জেন্টিং হংকং। ক্রিস্টাল ক্রুজেসের সম্পদের রিসিভার ব্যাংকগুলো জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ভি শিপসকে ক্রিস্টালের প্রমোদতরীগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। লিকুইডেশন প্রক্রিয়ার অংশ হিসেবে এসব প্রমোদতরী বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রে জেন্টিং হংকংয়ের মার্কেটিং কোম্পানি ও ব্র্যান্ড হিসেবে কাজ করছিল ক্রিস্টাল ক্রুজেস। বিশ্বব্যাপী বিলাসবহুল প্রমোদসেবার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২০১৬ সালে ৫৫ কোটি ডলারে তাদের কিনে নেয় জেন্টিং হংকং। কিন্তু তাদের পরিণতিটা খুব একটা সুখকর হলো না।