নৌপরিবহন সচিবের বিদায় সংবর্ধনা

বিদায়ী নৌসচিবকে ক্রেস্ট তুলে দিচ্ছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

নৌপরিবহন সচিব হিসেবে মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর শেষ কর্মদিবস ছিল আজ রবিবার (২২ মে)। গত ১৮ মে রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে নৌপরিবহন সচিব থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়। বদলি উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি। এসময় মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সচিব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন। এ মন্ত্রণালয়ে যোগদান করার পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ১৯৬৫ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম তোফায়েল উদ্দিন চৌধুরী এবং মাতা জাহানারা বেগম। তাঁর নিজ জেলা ফেনী। তিনি সরকারি হাজী মহসিন কলেজ থেকে এইচ.এস.সি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেন। নবম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। এরপর ক্রমান্বয়ে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, ইউএনও, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও মন্ত্রীপরিষদ বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করেছেন।

নতুন নৌপরিবহন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তফা কামাল। তিনি এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here