২০২৪ সালে জার্মানিতে এলএনজি রপ্তানি করতে পারবে কাতার

২০২৪ সাল নাগাদ জার্মানিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করতে পারবে বলে আশা করছে কাতার। দেশটির উপপ্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি এই আশা প্রকাশ করেন।

আল থানি বলেন, তারা যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইউএস গোল্ডেন পাস এলএনজি প্লান্ট স্থাপনের কাজটি দ্রুত সম্পন্ন করতে চান। প্লান্টটিতে কাতার এনার্জির ৭০ শতাংশ শেয়ার রয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে এই প্লান্ট থেকেই জার্মানিতে এলএনজি সরবরাহ করা যাবে। ২০২৪ সালের শুরুর দিকে প্লান্টটি যাত্রা করতে পারে।

সাম্প্রতিক প্রতিকূল পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে জার্মানি। ইউক্রেনে সামরিক অভিযানের জেরে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলশ্রুতিতে রাশিয়া পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় এই উদ্যোগ নিয়েছে ইউরোপের দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here