প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে স্তম্ভের মতো কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ বছরেই এখন পর্যন্ত এসেছে ২১ বিলিয়ন ডলার। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। প্রণোদনা দেওয়ার কারণে আগে যেখানে গড়ে প্রতিবছর ১৪ বিলিয়ন ডলার আসত, এখন সেখানে বছরই না শেষ হতেই এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২১ বিলিয়ন ডলার।
বুধবার (২৫ মে) ডিজিটাল শুমারির চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং পরিসংখ্যান ও তথ্যব্যবস্থা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের পরিচালক দিলদার হোসেন এবং বিবিএসের উপসচিব দীপঙ্কর রায়।