গ্র্যান্ড বাহামা শিপইয়ার্ডের রিপেয়ারিং ও ওভারহলিং সক্ষমতা বাড়ানোর জন্য দুটি ভাসমান ড্রাইডক নির্মাণ করছে চীনের বেইহাই শিপবিল্ডিং কোম্পানি। চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের এই অঙ্গপ্রতিষ্ঠানটি সম্প্রতি ড্রাইডক দুটি নির্মাণের কার্যাদেশ পেয়েছে। এর মধ্যে একটি ডক হবে পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় ভাসমান ড্রাইডক। সেখানে বিশ্বের বড় বড় প্রমোদতরীগুলোর রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে।
শিপইয়ার্ডটির প্রধান দুই বিনিয়োগকারী কার্নিভাল করপোরেশন ও রয়েল ক্যারিবিয়ান গ্রুপ যৌথভাবে ড্রাইডক দুটি নির্মাণের কার্যাদেশ দিয়েছে। এর মধ্যে একটি হবে ১ লাখ ২৫ হাজার টন লিফট ফ্লোটিং ডক। আরেকটি সক্ষমতা হবে ৯৩ হাজার ৫০০ টন। চীনের কিংদাওয়ের একটি শিপইয়ার্ডে ভাসমান ড্রাইডক দুটি নির্মাণের কাজ আগামী মাসে শুরু হওয়ার কথা রয়েছে। আর ২০২৪ সালে এগুলো বাহামার ফ্রিপোর্টের নিকটবর্তী গ্র্যান্ড বাহাম শিপইয়ার্ডের কাছে হস্তান্তর করা হবে।
শিপইয়ার্ডের সক্ষমতা বাড়ানোর এই পরিকল্পনা বছরখানেক আগের। সে সময় বাহামার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, শিপইয়ার্ডের কার্যক্রমে ৩৫ কোটি ডলার বিনিয়োগ করবে কার্নিভাল ও রয়েল ক্যারিবিয়ান। আর এই বিনিয়োগের বড় একটি অংশ ব্যয় হবে দুটি বৃহদাকার ফ্লোটিং ড্রাইডক নির্মাণে।